আপনার বিয়ের জন্য বিয়েটা সব চাইতে সহজ সাইট

আপনার বিয়ের জন্য বিয়েটা সব চাইতে সহজ সাইট

কেন?

 

নিজের জায়গা বসেই নিজের পছন্দ উল্লেখ করতে পারবেন। সাথে সাথে নিজের বায়ো-ডাটা দিবেন। ওয়েব সাইট অথবা নিজের স্মার্ট ফোনে বিয়েটার এপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে পারবেন।

রেজিস্ট্রেশন করতে কোন পয়সা লাগেনা অর্থাৎ ফ্রিতেই রেজিস্ট্রেশন করা যায়।

রেজিস্ট্রেশন শেষ হলেই দেখতে পাবেন শত শত পাত্র/পাত্রীর প্রোফাইল। এরপরে প্ল্যান কিনে অনুরোধ পাঠাবেন, সবর করবেন। অপর পক্ষ অনুরোধ গ্রহণ করলেই পাঠাবেন যোগাযোগের অনুরোধ। যোগাযোগের অনুরোধ গৃহীত হলেই পাবেন অপর পক্ষের মোবাইল নাম্বার, এসএমএস অপশন।

উভয় পক্ষের পছন্দ হলেই বিয়ে।

বিয়ের জন্য বিয়েটা ডট কম

প্ল্যানের দাম কত?

৭৯৯৫ টাকা, ৯ মাস মেয়াদ, ৪৯৯৫ টাকা ৬ মাস মেয়াদ, ২০০০ টাকা ২ মাস মেয়াদ। বিস্তারিত জানতে ওয়েব সাইটে দেখুন।

আসলেও কি সম্ভব এভাবে বিয়ে?

কেন সম্ভব নয়-

বিয়ে হয় দুই পক্ষের পছন্দে। আপনি এক পক্ষ। কাউকে পছন্দ হল, প্রস্তাব পাঠালেন, অপর পক্ষের পছন্দ হলেই বিয়ে।

তাহলে প্রয়োজন দুই পক্ষের একত্রিত হওয়া পছন্দ অনুযায়ী।

যেমন, বর্তমানে নিজের ছেলের জন্য পাত্রী খুঁজছেন হক সাহেব।

হক সাহেব সরকারি চাকুরিজীবী ছিলেন, বর্তমানে অবসরপ্রাপ্ত। 

নিজের ছেলে মাস্টার্স পাস, দেখতে সুন্দর, সে বেসরকারি জব করেন। বয়সটা একটু বেশি হয়ে গেছে। বয়স ৩৫ বছর। 

ছেলের হাতে অত সময় নেই নিজের জন্য মেয়ে খোঁজার। তাই বাবা নিজে তাঁর ছেলের জন্য মেয়ে খুঁজছেন বিয়েটার মাধ্যমে।

রেজিস্ট্রেশন করেই প্লাটিমান প্ল্যান কিনে পছন্দমত মানানসই পাত্রীদেরকে অনুরোধ পাঠান শুরু করলেন।

পথমত ২/১ সপ্তাহ কোন সারা শব্দ নেই, এরপরে অনুরোধ গ্রহণ করা শুরু হল। ৫/৭ জনের সাথে কথা বলেই, ১ জনকে সিলেক্ট করে ফেললেন। এরপরে তাদের গার্জিয়ানদের সাথে কথা বলা শুরু- আর এভাবেই বাবা তাঁর ছেলের জন্য উপযুক্ত পাত্রী খুঁজে দিলেন বিয়েটা ডট কম থেকে। (কাল্পনিক)

এরকম বহু বিয়ের গল্প আছে বিয়েটা ডট কমের ভিতরে। অনেক মা তাঁর মেয়ের জন্য, অনেক ভাই তাঁর বোনের জন্য, বোন তাঁর ভাই এর জন্য বিয়েটার মাধ্যেম বিয়ের চেস্টা করছে। 

উভয় পক্ষ মানে দুই পক্ষ পছন্দ হলে বিয়ে। তাহলে প্রয়োজন দুই পক্ষকে একত্র করে দেওয়া।

বিয়েটা ডট কম এই কাজটিই করছে। অর্থাৎ দুই পক্ষকে একত্র করে দেওয়ার জন্য চেস্টা করছে।

 

বিয়ের সিদ্ধান্ত আপনারাই নিবেন। 

 

বিয়েটাতে আছে-

হেল্পলাইনের হেল্প -01755690000

প্রয়োজনে ফেসবুকে পোস্ট বা   ইউটিউবে প্রচার 

শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.