বিয়েটা ব্লগ

বিয়ে আপনার, দায়িত্ব আমাদের

বিয়ে আপনার, দায়িত্ব আমাদের

আমরা সব সময় বলি, বিয়ে আপনার আর দায়িত্ব আমাদের। কারন বিয়েটা ডট কমে বর্তমানে (১৫-০৭-২০২৪) পর্যন্ত মোট ইউজার ১ লাখ ১৩ হাজার ১১১ জন। পাত্র ৭৭,২৭৬ জন এবং পাত্রী ৩১.৫৩৮ জন। এর মধ্যে মুসলিম পাত্রী ৮৭৭০ জন, মুসলিম পাত্র ২৯,৬০১ জন। বাংলাদেশসহ পৃথিবীর প্রায় ৭০+ টি দেশ থেকে আমাদের ওয়েবসাইটে বিয়ের জন্য রেজিস্ট্রেশন করেছেন। তাই দেশে এবং বিদেশে সব জায়গাতেই বিয়ের করার সহজ সুযোগ রয়েছে এই বিয়েটা ডট কম থেকে।

শেয়ার করুন
বিয়েটা হেল্পলাইনের কাজ কী?

বিয়েটা হেল্পলাইনের কাজ কী?

বিয়েটা ডট কমে রেজিস্ট্রেশন এর পরে সাধারণত নিজেই নিজের পছন্দের মানুষকে প্ল্যান আপগ্রেড করে অনুরোধ পাঠাতে হয়। আর অপর পক্ষ যখন নিজেই সিদ্ধান্ত নিয়ে প্রোফাইল দেখে প্রথম অনুরোধটি অর্থাৎ বায়ো-ডাটা দেখার অনুরোধ গ্রহণ করে তখন যোগাযোগের অনুরোধ পাঠাতে হয়। আর যোগাযোগের অনুরোধ পাঠানোর পরে ৭ দিনের মধ্যে অপর পক্ষ যদি অনুরোধটি গ্রহণ করে তাহলে ফোন নাম্বার, ঠিকানা এবং মেসেজ পাঠানোর অনুমোদন পাওয়া যায়। 

শেয়ার করুন