আমি মরিয়ম মনি, এই বছরের জুলাই মাসে আমার বিয়ে হয়। আমার জীবনসঙ্গীকে খুঁজে পাই বিয়েটা ডট কম- এর মাধ্যমে। আমি আসলে এখানে অনেক চিন্তা ভাবনা করে অ্যাকাউন্ট খুলিনি। আমার কাজিনের জন্য তখন পাত্র খোঁজা হচ্ছিল। তার অ্যাকাউন্ট এখানে খোলা হয়, কিন্তু কোন রেসপন্স আসছিল না। আসলে অ্যাকাউন্টটি কাজ করছে কিনা সেই কৌতুহল থেকে আমি এখানে অ্যাকাউন্ট খুলি। অ্যাকাউন্ট খোলার পর আমি ভালো রেসপন্স পেতে থাকি।
মাঝে অনেক ব্যস্ত হয়ে পরায় আমার আর অ্যাকাউন্ট চেক করা হয় না। অনেকদিন পর যখন আমার অ্যাকাউন্টে ঢুকি তখন দেখি নাজমুল হাসান শুভ আমাকে অনুরোধ পাঠায়, আমি তার অনুরোধ গ্রহণও করি। এরপর আমাদের কথাবার্তা চলতে থাকে, দেখা করি এবং পরিশেষে আমাদের পরিবারকে জানানো হয়। বিয়ের পর আমরা এখন আল্লাহ্র রহমতে ভালোই আছি । আমরা বিয়েটা-কে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করার জন্য। বিয়েটা যেন সামনে আরও ভালো করতে পারে তার শুভকামনা রইলো।
- মরিয়ম মনি এবং নাজমুল হাসান শুভ