বিয়েটা কি?
বিয়েটা হল অনলাইনে পাত্র বা পাত্রী খুঁজবার একটি বাংলাদেশী ওয়েবসাইট। আমরা ২০১৪ থেকে কাজ করে যাচ্ছি এবং আমাদের পরিপূর্ণ ভেরিফাইড প্রোফাইল সংখ্যা এখন ১ লক্ষের চেয়ে বেশি। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছি যার সাহায্যে পাত্র এবং পাত্রীর পরিচিত হবার প্রক্রিয়াটি সহজতর হয়।
আমাদের সাইটে অনেকেই আছেন পেমেন্ট করলেই তাদের দায়িত্ব শেষ মনে করে। পেমেন্ট করলেই দায়িত্ব শেষ নয়। তারা মনে করেন পেমেন্ট করেছি এখন বিয়েটা থেকে কল করে আমাকে আমার মনের মত কাউকে খুঁজে দিবে।
না, ব্যাপারটা এরকম নয়। বিয়েটা একটি সেলফ সার্ভিস প্লাটফর্ম। এখানে পেমেন্টের পরে আপনার যাদেরকে পছন্দ হয় তাদেরকে অনুরোধ পাঠাবেন। এরপরে আপনার পাঠানো অনুরোধে আপনার সম্পর্কে অপর পক্ষ জেনে নেওয়ার পরে তাদেরও যদি পছন্দ হয় অনুরোধ গ্রহণ করবে। এরফলে আপনি সরাসরি তাদের সাথে যোগাযোগ করার সুযোগ পাবেন। পরস্পরের কথা বার্তা, দেখা সাক্ষাৎ পর্ব শেষ হলে বিয়ে করবেন।
তাহলে বিয়েটা ডট কমের কাজ কী?
বিয়েটা ডট কম আপনাকে ভেরিফাইড কিছু প্রোফাইল এর সাথে পরিচয় করিয়ে দিবে। প্রয়োজনে আপনি যাদেরকে অনুরোধ পাঠিয়েছেন তাদের সাথে কথা বলবে অনুরোধ গ্রহণ করার জন্য, তবে বিয়ের সিদ্ধান্ত আপনাদেরকেই নিতে হবে। আমরা গ্রাহকদের আরও সুন্দরভাবে কিভাবে প্রোফাইলটি উপস্থাপন করতে পারে সে ব্যাপারে পরামর্শ দিয়ে থাকি। প্রিমিয়াম গ্রাহকদের চাহিদা সাপেক্ষে তাদের পছন্দের পাত্র বা পাত্রী খুঁজতে সাহায্য করে থাকি।
আশা করি আপনার বুঝতে পেরেছেন পেমেন্ট করলেই দায়িত্ব শেষ নয়। পেমেন্টের পরে যাদেরকে পছন্দ হবে অনুরোধ পাঠাবেন, প্রতিদিন প্রোফাইল চেক করবেন, অপেক্ষা করবেন যতক্ষণনা তারা রেস্পন্স করে। যারা বিয়ে করেছেন তারা এভাবেই বিয়েটা থেকে বিয়ে করেছেন। ইনশাআল্লাহ আপনিও সফল হবেন, আস্থা রাখুন, সবর করুন।
নিচে কিছু প্রয়োজনীয় ভিডিও লিঙ্ক দেওয়া হলোঃ
১. বিয়েটা’তে কিভাবে পেমেন্ট পরিশোধ করবেন
২. কিভাবে বিয়েটাতে পছন্দের পাত্র/পাত্রীর সাথে যোগাযোগ করবেন
৩. বিয়েটা প্রোফাইলে কিভাবে ফোন নাম্বার কিংবা ইমেল পরিবর্তন করবেন
৪. কিভাবে আপনার বিয়েটা প্রোফাইলের পাসওয়ার্ড পরিবর্তন
৫. যোগাযোগ করার এই নিয়মটি ভিডিও তে দেখনো হয়েছে
৬. বিয়েটা’র পক্ষ থেকে বিয়ের ব্যাপারে ৩ টি পরামর্শ
৭. অনুমতি ছাড়া নাম্বার পাওয়া যায় না
সবশেষে, বিয়েটাতে গোপনীয়তা রক্ষা অত্যন্ত সহজ। বিয়েটাতে আপনার সম্পূর্ণ প্রোফাইল আপনার অনুমতি ছাড়া কেউ দেখতে পারবে না। আপনার ছবি দেখার ক্ষেত্রেও প্রাইভেসি দিয়ে রাখতে পারবেন। আপনি অনুরোধ গ্রহণ না করা পর্যন্ত কেউ আপনার বায়োডাটা/যোগাযোগের তথ্য পাবে না।
Ok