বিয়েটা ডট কমে রেজিস্ট্রেশন এর আগে ও পরে

বিয়েটা ডট কমের মাধ্যমে বিয়ে করতে চাইলে রেজিস্ট্রেশন এর আগে ও পরে আমাদেরকে যেসব কাজ করতে হবে আজকে এই বিষয় গুলো নিয়ে আলোচনা করব।

রেজিস্ট্রেশন-এর সময় করণীয়ঃ

প্রথম ধাপঃ  রেজিস্ট্রেশন এর জন্য ভ্যালিড ই-মেইল আইডি থাকতে হবে। না থাকলে বানাতে হবে। 

দ্বিতীয় ধাপঃ রেজিস্ট্রেশন এর সময় নিজের পছন্দের কথা জানাতে হবে। 

তৃতীয় ধাপঃ নিজের সম্পর্কে বিস্তারিত জানাতে হবে। 

বিস্তারিতঃ  

আপনি যদি বিয়েটা ডট কম থেকে নিজের জীবন সঙ্গী খুঁজে পেতে চান তাহলে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন এর নিয়ম জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন।

অনলাইনে রেজিস্ট্রেশন এর জন্য একটি ভ্যালিড ই-মেইল আইডি থাকতে হবে। অনেকেই রেজিস্ট্রেশন এর সময় ভ্যালিড ই-মেইল আইডি দেয়না ফলে বিয়েটা থেকে কোন তথ্য তাকে মেইল করলে সে সেটা আর পায়না। যোগাযোগে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়। সে প্রয়োজনীয় তথ্য থেকে বঞ্চিত হয়। 

তাই ভ্যালিড ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করছি।  তা না হলে এভাবে অনেক তথ্য আপনি পাবেন না।

রেজিস্ট্রেশন এর সময়– সঠিক তথ্য দিতে হবে। প্রত্যকেটা প্রোফাইল ভেরিফাই করা হয় আর তখন তথ্য ঠিক না থাকলে বা বিভিন্ন ভাবে একাউন্ট বন্ধ করে দেওয়া হয়। যেমন,

  • কেউ যদি কোন বানোয়াট তথ্য দেয় বা ভুল তথ্য দেয় আর তা পরে প্রমাণিত হয় তাহলে একাউন্টটি বন্ধ হয়ে যাবে। 
  • আবার কেউ যদি বিয়েটার নিয়ম না মেনে সরাসরি যোগাযোগের চেস্টা করে তাহলেও ঐ একাউন্ট বন্ধ হয়ে যাবে। যেমন, কমেন্টস বক্সে বা কোথাও মোবাইল নাম্বার বা ই-মেইল আইডি দিলে। 

নিজের পছন্দের কথা বিস্তারিত কমেন্টস বক্সে লিখতে হবে।  বায়ো-ডাটা ও ঠিকানা ভালভাবে এবং বিস্তারিত দিতে হবে। আপনার মোবাইল নাম্বার, পিতার নাম, ঠিকানা ইত্যাদি আপনার অনুমতি ছাড়া কেউ দেখতে পাবেনা। 

পাত্র/পাত্রী পছন্দ হলে বা পছন্দের সাথে মিলে গেলে করণীয়ঃ 

১ম ধাপঃ একে অপরের সাথে দেখা-সাক্ষাতের ব্যবস্থা করা। 

২য় ধাপঃ নিজের অভিভাবকদের জানানো।

বিস্তারিতঃ 

রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে আপনি আপনার পছন্দের সাথে মিল আছে এরকম কিছু শর্ট প্রোফাইল দেখতে পারবেন। পছন্দের পেজ ফিল্টার করে কিছু পরিবর্তন করলে আরো বেশি কিছু দেখতে পারবেন। 

তাই একটু পছন্দ পরিবর্তন করে দেখবেন। যেমন আপনার পছন্দের বয়স ছিল- ২২-২৫, এখন আপনি ২০-৩০ এর রেঞ্জ দিয়ে দেখুন নতুন কিছু দেখতে পাবেন। একইভাবে পছন্দের উচ্চতা ছিল ৫ ফুট থেকে ৫ ফুট ৩ ইঞ্চি, এখন আপনি ৪ ফুট ১১ ইঞ্চি থেকে ৫ ফুট ৬ ইঞ্চি দিয়ে ফিল্টার করুন, নতুন আরো প্রোফাইল দেখতে পাবেন।

এরপরে প্রতিদিন ১০/১৫ মিনিট সময় বিয়েটার প্রোফাইল দেখার জন্য বরাদ্দ রাখুন। অর্থাৎ কিছু সময় অন্তত প্রতিদিন খোঁজ খবর রাখার জন্য নির্দিস্ট করুন। এতে আপনার প্রোফাইলটা বিয়েটা সাইটের প্রথম দিকে থাকবে। আর যদি নিয়মিত আপনি বিয়েটা-তে ভিজিট না করেন, তাহলে আপনার প্রোফাইল নিচের দিকে চলে আসবে। অর্থাৎ প্রথম পেজে আর থাকবে না। আর প্রথম পেজে না থাকলে সহজে আপনার প্রোফাইল কেউ দেখতে পাবেনা। সেক্ষেত্রে কিভাবে অন্যরা আপনাকে পছন্দ করবে বা অনুরোধ পাঠাবে? 

এরপরে পছন্দের একটা শর্টলিস্ট করতে হবে। যাদেরকে আপনার পছন্দ হয় তাদের মধ্য থেকে কাউকে আপনি বিয়ে করবেন এই সিধান্ত নিতে হবে। প্রথম পছন্দ, ২য় পছন্দ, ৩য় পছন্দ -এভাবে টার্গেট করতে পারেন। 

তবে প্রতিদিন কিছু নতুন প্রোফাইল আসবে বা আসে। তারাও যদি আপনার পছন্দের মধ্যে থাকে তাদেরকেও আপনি দেখতে পারেন। 

পছন্দের পাত্র বা পাত্রীর সম্পূর্ণ বায়োডাটা দেখার জন্য  আপনাকে অবশ্যই প্ল্যান আপগ্রেড করতে হবে। প্ল্যান আপগ্রেড করার জন্য ক্রেডিট কার্ড অথবা বিকাশ ব্যবহার করতে হবে।

বিস্তারিত নিয়ম জানতেঃ

 

পছন্দ হলে বা মিলে গেলে করনীয়ঃ

প্রথম অনুরোধ বা বায়ো-ডাটা দেখার অনুরোধ সহজেই গ্রহণ করুন। কারণ এই অনুরোধ গ্রহণ করার দ্বারা কেউ আপনার ফোন নাম্বার এবং ঠিকানা পাবেনা। তবে যোগাযোগের অনুরোধ গ্রহণ করার আগে বা কাউকে যোগাযোগের অনুরোধ পাঠানোর আগে প্রোফাইল ভালভাবে দেখে বা যাচাই করেন নিন। যোগাযোগের অনুরোধ গৃহীত হলে একে অপরের সম্পূর্ণ বায়ো-ডাটা দেখতে পারবেন। এর ফলে ফোন নাম্বার এবং ঠিকানা পাওয়া যাবে।

নিজেদের অভিভাবকদের সবকিছু জানাবেন। তাদের অনুমতি ও সাহায্য নিবেন। প্রোফাইলে দেওয়া তথ্য অনুযায়ী পেশা বা কর্মস্থল এর খবর নিবেন। বাড়ির ঠিকানাতে খবর নিবেন। তথ্য ঠিক থাকলে বা কথা বলে ভাল লাগলে বা দেওয়া তথ্য অনুযায়ী সবকিছু ঠিক মনে হলে একে অপরে দেখা-সাক্ষাতের ব্যবস্থা করবেন।

বিয়েটাতে প্লান আপগ্রেড করা ব্যতিত বিয়ের আগে বা পরে কোন পেমেন্ট করতে হয়না। বরং বিয়ের খবর জানালে উপহার পেতে পারেন।

অনেকেই কিন্তু উপহার পেয়েছেঃ 

আপনার বিয়ের খবরের অপেক্ষায় রইলাম।

 

শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.