বিয়ের বয়স হলেই বাবা-মা তাঁর সন্তানকে বিয়ে দেওয়ার জন্য উপযুক্ত পাত্র/পাত্রী খুঁজতে থাকে। প্রথমত সবাই নিজের আত্বীয় স্বজনকে জানায়, এরপরে আশে পাশের মানুষদের মাঝে খুঁজতে থাকে। তারপরে না পেলে সাধারণত ঘটক বা মিডিয়ার কাছে আসে।
দিন যতই যাচ্ছে নিজস্ব আত্বীয় স্বজনের দ্বারা খোঁজ করা কমে যাচ্ছে। পারিবারিকভাবে এই কাজ কিছুটা ঝুঁকি আবার পছন্দমত পাওয়া যায়না। আত্বীয় স্বজনেরা ব্যস্ততার কারনে কেউ কাউকে এসব ব্যাপারে তেমন হেল্প করতে চাননা। যারফলে সরাসরি পাত্র/পাত্রীর সন্ধানের জন্য ঘটক বা মিডিয়ার কাছে যেতে হয়।
ঘটকরা সাধারণত বায়ো-ডাটা জমা নেয় এবং পছন্দ অনুযায়ী পাত্র/পাত্রীর বায়ো-ডাটা দেখাতে থাকে। অপর পক্ষের ছবি, পড়াশুনা, পেশা, ঠিকানা, উচ্চতা, বংশ, বয়স ইত্যাদির সাথে মিল রেখে এই প্রসেস চলতে থাকে। যেহেতু তাদের উপর নির্ভর করতে হয়। তাই এসব ব্যাপারে অনেক সময় লেগে যায়।
কিন্তু বর্তমানে অনলাইনের যুগ। বিয়েটা ডট কমের মতন সাইট রয়েছে। বিয়েটা ডট কমে ওয়েব সাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যায় আবার মোবাইল দিয়ে এপের মাধ্যমেও রেজিস্ট্রশন করা যায়।
রেজিস্ট্রেশন করার সময় নিজের পছন্দ এবং বায়ো-ডাটা উল্লেখ করতে হয়। নিজের নাম, বাবার নাম, বয়স, পেশা, পড়াশুনা, উচ্চতা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা ইত্যাদি উল্লেখ করতে হয়। মোবাইল নাম্বার, পিতার নাম, পূর্ন ঠিকানা অনুমতি ব্যতিত কেউ পাবেনা।
রেজিস্ট্রেশন শুরুতে অবশ্য নিজের পছন্দ উল্লেখ করতে হয়। যেমন, আপনি কোন জেলার, কত বয়সের মধ্যে, কতটুক উচ্চতার পাত্রী বা পাত্র খুঁজছেন বলতে হয়। শুধু তাই নয় আপনার পছন্দের মানুষটি বিয়ের পরে চাকুরি করবে কি করবেনা, নামাজ, পর্দা করে কিনা বা করবে কিনা ইত্যাদিও পছন্দের সময় নোট করা হয়।
রেজিস্ট্রেশন এর মাত্র ১০/১৫ মিনিটের মধ্যে আপনারা সরাসরি পাত্র/পাত্রীর খোঁজ পাবেন। দেখতে পাবেন পাত্র/পাত্রীর সংক্ষিপ্ত বায়ো-ডাটা। বুঝতে পারবেন অপর পক্ষের চাহিদা।
এরপরে প্ল্যান কিনে সরাসরি অনুরোধ পাঠাবেন অপর পক্ষকে। অল্প সময়ের মধ্যে সরাসরি যোগাযোগের ব্যবস্থা বিয়েটা ডট কমের মাধ্যমে।
উভয় পক্ষ পছন্দ হলে বিয়ে, তাহলে তৃতীয় পক্ষকে অর্থাৎ ঘটকের কাছে কেন যাবেন?
তাই সরাসরি পাত্র/পাত্রীর সন্ধানের জন্য বিয়েটা ডট কম সবচাইতে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনি প্ল্যান কিনার পরে অনুরোধ পাঠাবেন, অপেক্ষা করবেন। তারপরেও নাহলে বিয়েটার হেল্পলাইন থেকে আপনাকে হেল্প করা হবে। অর্থাৎ আপনি যাদেরকে অনুরোধ পাঠিয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করে অনুমতি নিয়ে আপনাকে নাম্বার দেওয়ার চেস্টা করা হবে।
আপনি কি কারো জন্য পাত্রী বা পাত্র খুঁজছেন?