ইন্টার্নেটের আশীর্বাদে সামনাসামনি ভিডিও কলিং থেকে শুরু করে প্রায় অনেক কিছুই এখন খুব সহজেই করা যাচ্ছে।
বর্তমানে পাত্র-পাত্রী খোজার বড় এবং বেশ ইফেক্টিভ একটা মাধ্যম হয়ে উঠেছে ম্যাট্রিমনিয়াল সাইটগুলো।
ম্যাট্রিমনিয়াল সাইটের সাহায্যে যেমন টাইম সেভ হচ্ছে, তেমনি বিয়েতে কনে বা বর পছন্দ থেকে শুরু করে
পুরো বিয়ের প্রসেসটাতেই কপ্লেক্সিটি বলতে গেলে উঠেই যাচ্ছে। আমাদের দেশেও পিছিয়ে নেই। বাংলাদেশে
বিয়েটা ডট কম, বিবাহবিডি, বরবধু থেকে শুরু করে বেশ কিছু লিডিং ম্যাট্রিমনিয়াল সাইট রয়েছে, যাদের সার্ভিসও বেশ প্রমিজিং। সব কিছুর ভালো এবং খারাপ, ২টি দিকই থাকে। ম্যাট্রিমনিয়াল সাইটের কল্যানে বিয়ের পাত্র-পাত্রী নির্বাচনের
কাজ যেমন অনেক সহজ হয়ে যাচ্ছে, ঠিক তেমনি এর সুবিধার সাথে অসুবিধা যে নেই তা নয়।
যদি আমরা ম্যাট্রিমনিয়াল সাইটগুলোর সুবিধা নিয়ে আলোচনায় আসি, তাহলে যে বিষয়গুলো চলে আসে
হিউজ রিসোর্স
স্বাভাবিকভাবেই বিয়েটা ডট কম থেকে শুরু করে আমাদের দেশের লীডিং প্রায় সব
ম্যাট্রিমনিয়াল সাইটগুলোতেই হাজার হাজার পাত্র-পাত্রীর ভ্যারিফাইড প্রোফাইল রয়েছে। একজন
পাত্র বা পাত্রী’র জন্য তার পছন্দ মতো পাত্রী বা পাত্র খুঁজে পাওয়ার সুযোগটাও থাকছে বেশি।
সাশ্রয়ী
আমাদের দেশের প্রায় সব ম্যাট্রিমনিয়াল সাইটেই ফ্রি’তে একাউন্ট খোলার সুবিধা রয়েছে।
বিয়েটা ডট কমে ফ্রিতে একাউন্ট খোলার পাশাপাশি ফ্রিতে পাত্র-পাত্রিদের বায়ডাটা দেখার সুবিধাও
থাকছে। বেশিরভাগ ম্যাট্রিমনিয়াল সাইটেই সার্ভিস চার্জ বেশ সাশ্রয়ী হয়ে থাকে। যেমন, যদি বিয়েটা
ডট কমের সার্ভিসের বিষয়টাই নিয়ে আসি, সেখানে একজন পাত্র বা পাত্রী একজন পাত্রী বা পাত্রের
সাথে মাত্র ১০০ টাকার সার্ভিস চার্জ দিয়েই সারাসরি যোগাযোগের সুবিধা পাচ্ছেন।
ছবি দেখার সুবিধা
ম্যাট্রিমনিয়াল সাইটগুলোর কল্যাণে আপনি চাইলেই পাত্র বা পাত্রীর ছবিসহ প্রোফাইল
বা বায়োডাটা দেখতে পারছেন বাসায় বা আপনার অফিসে বসেই। এতে করে আপনার সময়ের সাথে সাথে
এনার্জিও সেভ হচ্ছে।
ফিল্টারিং
বিয়েটা ডট কম সহ বাংলাদেশের প্রায় সব জনপ্রিয় ম্যাট্রিমনিয়াল সাইটেই ফিল্টার করে
আপনার সঙ্গীকে খোজার সুবিধা রয়েছে। ফিল্টারিং’এর মাধ্যেমে আপনি আপনার পছন্দগুলো সিলেক্ট
করে দিলে অটোমেটিকভাবে আপনার পছন্দের সাথে মানানসই পাত্র বা পাত্রীর প্রোফাইল বা বায়োডাটা
আপনাকে দেখানো হবে। এই সুবিধার জন্য যদি আপনি চান অপ্রয়োজনীয় প্রোফাইলগুলো স্কীপ করে যেতে পারেন। এতে আপনার সময় ও শ্রম, দুটোই বাঁচবে।
ইজি এক্সেস
ম্যাট্রিমনিয়াল সাইটগুলোতে আপনি আপনার মোবাইল বা পিসি যেকোনো ডিভাইস
থেকে ভিজিট করেই আপনার পছন্দের পাত্র বা পাত্রীর সন্ধান করতে পারছেন।
সব সুবিধার পাশাপাশি ম্যাট্রিমনিয়াল সাইটের বেশ কিছু অসুবিধা অবশ্যই থাকছে
প্রাইভেসি বা কনফিডেন্সিয়ালিটি
অনেক ম্যাট্রিমনিয়াল সাইটেই পাত্র-পাত্রীদের পার্সোনাল ইনফরমেশানের নিরাপত্তা
ঠিক থাকে না। যে কেউ চাইলেই এসব তথ্য অন্য কোথাও ইউজ করতে পারে। তবে বিয়েটা ডট কম সহ বেশ
কিছু ম্যাট্রিমনিয়াল সাইট রয়েছে আমাদের দেশে, যেসব সাইটের প্রাইভেসি লেয়ার বেশ স্ট্রং।
ফেইক প্রোফাইল
ম্যাট্রিমনিয়াল সাইটগুলোতে যেমন অসংখ্য পাত্র-পাত্রীদের ভ্যারিফাইড প্রোফাইল থাকে, ঠিক তেমনি অনেক ফেইক আইডি বা প্রোফাইলও দেখা যায়। যেহেতু একাউন্ট খুলতে বেশিরভাগ সাইটেই কোনো চার্জ নেয়া হয় না, তাই এসব ফেইক আইডির পরিমান ক্রমশ বাড়তেই থাকে। এতে করে আসল বা জেন্যুইন আইডি বা প্রোফাইলগুলোর প্রতিও নেগেটিভ ইম্প্রেশান কাজ করতে পারে। আমাদের দেশের ম্যাট্রিমনিয়াল সাইটগুলোর মধ্যে বিয়েটা ডট কম, বিবাহবিডি সহ বেশ কিছু ম্যাট্রিমনিয়াল সাইট রয়েছে, যারা ম্যানুয়ালী প্রত্যেক পাত্র-পাত্রীর প্রোফাইল বা বায়োডাটা ভ্যারিফাই করে থাকে। যে কারনে এসব সাইটে ফেইক প্রোফাইল নেই বললেই চলে।
পরিচিতি
বিয়ে স্বাভাবিকভাবেই অনেক লং টার্ম একটা রিলেশানের সূচনা ঘটায়। ম্যাট্রিমনিয়াল সাইটে আপনি
একজন পাত্র বা পাত্রীর প্রোফাইলে সেই পাত্র বা পাত্রী শুধুমাত্র যে তথ্যগুলো উল্লেখ করবে, তাই দেখতে পাবেন।
একজন মানুষের ন্যাচার বা পার্সোনালিটি বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা বিস্তারিত পরিচিতি পাওয়াটা এক্ষেত্রে খুব সহজ না।
যদিও আমাদের দেশে বিবাহবিডি, বিয়েটা ডট কম সহ বেশ কিছু ম্যাট্রিমনিয়াল সাইট পাত্র-পাত্রীদের প্রোফাইল বা
বায়োডাটা ম্যানুয়াল ভাবে ভ্যারিফাই করে থাকে, এরপরেও পুরো পরিচিতি প্রকাশ করা এই মাধ্যমে খুব একটা সম্ভবপর হয়ে উঠে না। সব কিছুর পরেও আমাদের দেশ সহ পৃথিবীর প্রায় সব উন্নয়নশীল এবং উন্নত দেশগুলোতে ম্যাট্রিমনিয়াল সাইটগুলোর
জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে এর অসুবিধার তুলনায় সুবিধার আধিক্যের কারনেই।