বাংলাদেশ সহ পৃথিবীর উন্নয়নশীল প্রায় সব দেশেই ডেটিং সাইট বা কমিউনিটি সাইট বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। ইন্টার্নেটের হাত ধরে সুবিধা এখন মানুষের হাতের নাগালেই, সমস্যার সমাধান সব শুধু ক্লিকেই সম্ভবপর হয়ে যাচ্ছে।
ম্যাট্রিমনিয়াল সাইটের বর্তমান
বিয়ের মতো কাজটিও এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে ইন্টার্নেটের জন্য। আমাদের দেশে বিয়েটা ডট কম, বিবাহবিডি সহ বেশ কিছু ম্যাট্রিমনিয়াল সাইট রয়ছে যারা জনপ্রিয়তার সাথে বিবাহ-উপযোগী পাত্র-পাত্রীদের বিয়ের ব্যাপারে সার্ভিস দিয়ে যাচ্ছে। এসব ম্যাট্রিমনিয়াল সাইটের জন্য সাক্সেস্ফুল ম্যারেজের পরিমানও বেড়ে চলেছে। একটা সময় ছিলো, পাত্র-পাত্রী একে অন্যের বাড়িতে গিয়ে ছেলে-মেয়ে দেখার বিষয়টি করতো। বিষয়টা এখনও আছে, কিন্তু এটাকে আরও স্মুথ করে দিয়েছে ম্যাট্রিমনিয়াল সাইটগুলো। মানুষ এই ২০১৭’তে এসে সব কিছু হাতের নাগালে, হাতের মুঠোয় চায়, সব সমস্যার সমাধান সমস্যা এরাইজ করার সাথে সাথেই পেতে চায়, একদম দোরগোড়ায়। দিনের সাথে সাথে মানুষের ব্যাস্ততা বেড়েই চলেছে। মানুষ এখন অনলাইন বা ইন্টার্নেট নির্ভর হয়ে যাচ্ছে প্রায় সব ক্ষেত্রেই। যোগাযোগ বা যে কোন কিছু অর্ডার করতেই ভুরি ভুরি সাইটের অভাব নেই। এখন বেশিরভাগ মানুষের জীবনই বাসা এবং কর্মস্থানেই লিমিটেড থাকে।
ম্যাট্রিমনিয়াল সাইটের অগ্রগতি
মেইনলি এই ম্যাট্রিমনিয়াল সাইটগুলোর কল্যাণেই পাত্র-পাত্রীরা ইজিলি বাসায় বা অফিসে বসেই তাদের জন্য লাইফপার্টনারের খোঁজ করতে পারছেন। বর্তমানে অনেক নতুন নতুন প্রতিষ্ঠান এগিয়ে আসছে এই সেক্টরে। এক্সিস্টিং বিভিন্ন ম্যাট্রিমনিয়াল সাইটগুলো ট্রাই করছে তাদের
আলাদা আলদা ইউনিক সার্ভিস দিয়ে পাত্র-পাত্রীদের সর্বাত্বকভাবে হেল্প করার। বিবাহযোগ্য পাত্র-পাত্রীরা আগ্রহী হচ্ছেন এতে করে বিয়ের ব্যাপারে আরও বেশি।
মোটকথা, মানুষ চাচ্ছে লাইফকে আরও স্মুথ করতে, লাইফে প্রায় সব কিছুই খুব সহজে সল্ভ করতে, যেখানে ম্যাট্রিমনিয়াল সাইটগুলোর বৃদ্ধি ভবিষ্যতে অনস্বীকার্য।