জীবনের ত্রিশটি বসন্ত কেটে গেলো পড়াশুনা আর ক্যারিয়ার নিয়ে। গিটার বাজাতে খুব পছন্দ করি। খুব একটা সময় হয়ে ওঠে না বাজাতে। ব্যস্ততার মাঝে গিটারের ছন্দে ছন্দে জীবনের চলার পথের সঙ্গীর প্রয়োজনীয়তা খুব অনুভব করি । নড়াইল শহরে থাকি জবের কারনে। অনলাইনে পাত্রপাত্রী নির্বাচনের এ্যাড দেখলাম ফেসবুকেই।
প্রথমে ততটা গুরুত্ব না দিলেও অনলাইন সাইট বিয়েটা-ডট-কম থেকেই খুঁজে পেয়েছি আমার গিটারের ছন্দমালা। বীথির সাথে যোগাযোগের পর আমার পরিবারকে তার কথা জানাই। দুই পক্ষের মতামত নিয়েই আমাদের জীবনের নতুন পথ চলা শুরু করলাম। বিয়েটা ডট কম’কে ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দর একটা প্লাটফর্ম তৈরি করে দেয়ার জন্য।
বিয়েটা টিমের পক্ষ থেকে শুভকামনা শাওন ও বীথিকে। আপনাদের সুখী দাম্পত্য জীবন প্রত্যাশা করছি।