বিয়ে আপনার, দায়িত্ব আমাদের

Landing page down arrow
WhatsApp Logo

কিভাবে আপনি জীবনসঙ্গী খুঁজবেন?

  • tick markরেজিস্টার করুন নিজের বা পরিচিতজনের জন্য
  • tick markআপনার সকল তথ্য দিন
  • tick markসবগুলো ঘর ভালোভাবে পূরণ করুন
  • tick markকার্ড বা বিকাশে পে করুন
  • tick markপাত্র/পাত্রী খুঁজুন
  • tick markসম্পূর্ণ বায়োডাটা দেখার অনুরোধ করুন
  • tick markযোগাযোগের অনুরোধ করুন
  • tick markমেসেজ পাঠান
  • tick markদেখা করুন এবং বিয়ের সিদ্ধান্ত নিন

আমাদের সেবাসমূহ

Our-Services-icon-1-logo

সপ্তাহে ৭ দিন গ্রাহক সেবা

আমরা সকাল ১০ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত গ্রাহক সেবা দিয়ে থাকি। আমাদের সাথে আপনারা ইমেইল, ফোন অথবা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করি সকল সমস্যার সহজ এবং দ্রুত সমাধান করতে।

Our-Services-icon-2-logo

বিশেষ পরামর্শ

আমরা গ্রাহকদের আরও সুন্দরভাবে কিভাবে প্রোফাইলটি উপস্থাপন করতে পারে সে ব্যাপারে পরামর্শ দিয়ে থাকি। প্রিমিয়াম গ্রাহকদের চাহিদা সাপেক্ষে তাদের পছন্দের পাত্র বা পাত্রী খুঁজতে সাহায্য করে থাকি।

Our-Services-icon-3-logo

ফেসবুক পেইজের মাধ্যমে সহযোগীতা

আমাদের ফেসবুক পেইজের মাধ্যমে গ্রাহক আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। যেকোনো ধরণের সমস্যা অথবা যেকোনো ধরনের প্রশ্নের উত্তর আমরা দিয়ে থাকি। এছাড়াও আমরা ফেসবুক পেইজে কিছু পাত্র বা পাত্রীর নিজের সম্পর্কে কিছু কথা পোস্ট করে থাকি।

Our-Services-icon-4-logo

গোপনীয়তা ও বিশ্বস্ততার নিশ্চয়তা

আপনার অনুমতি ছাড়া ছবি, আসল নাম ও পূর্ণ প্রোফাইল কেউ দেখতে পারবে না। দুই ধাপে অনুমতি দেয়ার পরে গ্রাহক আপনার যোগাযোগের তথ্য পাবে। আমরা প্রত্যেকের মোবাইল নম্বর ভেরিফাই করি। আপনার অভিযোগ বা সন্দেহজনক তথ্য পেলে নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেই।

আপনার প্ল্যান নির্বাচন করুন

সুবিধাসমূহ

মেয়াদ
প্রযোজ্য নয়
শর্ট প্রোফাইল দেখুন
Tick icon
বায়োডাটার অনুরোধ গ্রহণ
Tick icon
যোগাযোগের অনুরোধ গ্রহণ
Tick icon
যোগাযোগের অনুরোধ প্রেরণ
Cross icon
বায়োডাটার অনুরোধ প্রেরণ
Cross icon
বায়োডাটা ডাউনলোড
Cross icon
সংবাদপত্রের বিজ্ঞাপন
Cross icon
বিশেষজ্ঞ সেবা (চাহিদা সাপেক্ষে)
Cross icon
সুপারিশ (চাহিদা সাপেক্ষে)
Tick icon

সুবিধাসমূহ

মেয়াদ
১ মাস
শর্ট প্রোফাইল দেখুন
Tick icon
বায়োডাটার অনুরোধ গ্রহণ
Tick icon
যোগাযোগের অনুরোধ গ্রহণ
Tick icon
যোগাযোগের অনুরোধ প্রেরণ
১৫
বায়োডাটার অনুরোধ প্রেরণ
ইচ্ছেমতো
বায়োডাটা ডাউনলোড
Tick icon
সংবাদপত্রের বিজ্ঞাপন
Tick icon
বিশেষজ্ঞ সেবা (চাহিদা সাপেক্ষে)
Tick icon
সুপারিশ (চাহিদা সাপেক্ষে)
Tick icon

সুবিধাসমূহ

মেয়াদ
৩ মাস
শর্ট প্রোফাইল দেখুন
Tick icon
বায়োডাটার অনুরোধ গ্রহণ
Tick icon
যোগাযোগের অনুরোধ গ্রহণ
Tick icon
যোগাযোগের অনুরোধ প্রেরণ
৪০
বায়োডাটার অনুরোধ প্রেরণ
ইচ্ছেমতো
বায়োডাটা ডাউনলোড
Tick icon
সংবাদপত্রের বিজ্ঞাপন
Tick icon
বিশেষজ্ঞ সেবা (চাহিদা সাপেক্ষে)
Tick icon
সুপারিশ (চাহিদা সাপেক্ষে)
Tick icon

সুবিধাসমূহ

মেয়াদ
৫ মাস
শর্ট প্রোফাইল দেখুন
Tick icon
বায়োডাটার অনুরোধ গ্রহণ
Tick icon
যোগাযোগের অনুরোধ গ্রহণ
Tick icon
যোগাযোগের অনুরোধ প্রেরণ
৭০
বায়োডাটার অনুরোধ প্রেরণ
ইচ্ছেমতো
বায়োডাটা ডাউনলোড
Tick icon
সংবাদপত্রের বিজ্ঞাপন
Tick icon
বিশেষজ্ঞ সেবা (চাহিদা সাপেক্ষে)
Tick icon
সুপারিশ (চাহিদা সাপেক্ষে)
Tick icon
* অফার ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে

ব্লগ

বিয়ে অর্ধেক দ্বীন পূরণ করে

blog-image-1
বিয়ে অর্ধেক দ্বীন পূরণ করে বিয়ে মহান আল্লাহ প্রদত্ত বিশেষ এক নেয়ামত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর গুরুত্বপূর্ণ সুন্নত। ঈমানের পূর্ণতার সহায়ক। চারিত্রিক আত্মরক্ষার অনন্য হাতিয়ার। আদর্শ পরিবার গঠন, জৈবিক চাহিদা পূরণ এবং মানসিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ। প্রাপ্ত বয়স্ক ও সামর্থ্যবান হলে বিলম্ব না করে বিয়ে করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। বিয়ে শুধু জৈবিক চাহিদাই নয়, বরং একটি মহান ইবাদতও বটে। বিয়ের মাধ্যমে ইহ ও পরকালীন কল্যাণ সাধিত হয়। বিয়ে মানুষের জীবন পরিশীলিত, মার্জিত ও পবিত্র করে তোলে। ইসলামী শরিয়তে বিবাহ করার প্রতি যথেষ্ট গুরুত্ব এসেছে। এটি নবী-রসূলদের আদর্শ। বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য ফেতনা, ক্ষয়-ক্ষতি, অসুখ-বিসুখ এবং নানা সমস্যা থেকে মুক্তি দান করেন। তাই তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: يَا مَعْشَرَ الشَّبَابِ مَنْ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ. ‘‘হে যুবকেরা! তোমাদের মধ্যে যে ব্যক্তি (বিবাহের অর্থাৎ স্ত্রীর ভরণপোষণ ও রতিক্রিয়ার) সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে। কারণ, বিবাহ চক্ষুকে সংযত করে এবং লজ্জাস্থান হিফাজত করে। আর যে ব্যক্তি ঐ সামর্থ্য রাখে না, সে যেন রোযা রাখে। কারণ, তা যৌনেন্দ্রীয় দমনকারী।’’ [বুখারী, মুসলিম, মিশকাতুল মাসাবীহ ৩০৮০নং)] বিবাহের মাধ্যমে দ্বীনের অর্ধেক পূরণ হয় হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,‘‘ বান্দা যখন বিবাহ করে, তখন সে তার অর্ধেক ঈমান (দ্বীন) পূর্ণ করে। অতএব বাকী অর্ধেকাংশে সে যেন আল্লাহকে ভয় করে।’’ [সহীহ আল-জামিউস সাগীর ওয়া যিয়াদাতুহ হা/ ৬১৪৮] আনাস বিন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,‘‘আল্লাহ যাকে পুণ্যময়ী স্ত্রী দান করেছেন, তাকে তার অর্ধেক দ্বীনে সাহায্য করেছেন। সুতরাং বাকী অর্ধেকের ব্যাপারে তার আল্লাহকে ভয় করা উচিত।’’ (ত্বাবারানীর আওসাত্ব হা/ ৯৭২, হাকেম হা/ ২৬৮১, বাইহাক্বী, সহীহ তারগীব ওয়াত তারহীব হা/ ১৯১৬, ইমাম আলবানী এটিকে হাসান লি গাইরেহী বলেছেন। ) বিবাহের মাধ্যমে কিভাবে দ্বীনের অর্ধেক পূর্ণ হয়? কোন পুরুষ যদি কোন সৎ-দ্বীনদার নারীকে বিবাহ করতে পারে তাহলে সে যেন জান্নাতে যাওয়ার অর্ধেক পথ অতিক্রম করল।রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:‘‘যে ব্যক্তি আমার জন্য তার দু’ চোয়ালের মধ্যস্থিত বস্তু (তথা মুখ ও জিহ্বা) এবং দু’ পায়ের মধ্যস্থিত বস্তু (তথা লজ্জাস্থান) এর জিম্মাদার হবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হবো। (বুখারী ৬৪৭৪)   সুতরাং, কোন ব্যক্তি যদি একজন সৎ নারীকে বিবাহ করে তাহলে এর মাধ্যমে তার লজ্জাস্থান হেফাজত হল। সৎ নারী এ জন্য শর্ত করা হয়েছে যে, অসৎ নারীর কারণে হয়ত সে দ্বীন ও দুনিয়া উভয় ক্ষেত্রে আরও ফেতনা-ফ্যাসাদ ও ক্ষয়-ক্ষতির সম্মুখীন হবে। কিন্তু দ্বীনদার সৎ চরিত্রবান নারী তাকে চরিত্র হেফাযতের পাশাপাশি দ্বীন পালনে সাহায্য করবে। এতে করে সে যেন দ্বীনের পথে টিকে থাকার অর্ধেক অবলম্বন পেয়ে গেলো। রাসূল সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নারীর প্রশংসা করেছেন, যে নারী রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে এবং তার স্বামীকে তাহাজ্জুদ আদায়ের জন্য জাগিয়ে দেয়। স্বামী যদি জাগতে না চায়, তাহলে তার মুখে পানি ছিটিয়ে দিয়ে হলেও তাকে জাগিয়ে দেয়। তিনি (সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম) সেই পুরুষেরও প্রশংসা করেছেন যে রাতে উঠে তাহাজ্জুদ পড়ে এবং তার স্ত্রীকেও তাহাজ্জুদ পড়ার জন্য জাগিয়ে দেয়। যদি তার স্ত্রী জাগতে না চায়, তাহলে স্ত্রীর মুখে পানি ছিটিয়ে দিয়ে হলেও তাকে জাগিয়ে দেয়। মহান আল্লাহ্‌ বলেন, ‘আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন।’ (সুরা রুম, আয়াত : ২১) তাই বিয়ে অর্ধেক দ্বীন পূরণ করে বাকি থাকল আরও অর্ধেক। সুতরাং সে যেন বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করে। সে মুখকে নিয়ন্ত্রণ করবে। মুখে হারাম খাবার ও পানীয় প্রবেশ করাবে না, ভাষাকে নিয়ন্ত্রণ করবে এবং আল্লাহর অসন্তুষ্টি মূলক কোন কথা বলবে না। এভাবে সে দ্বীনের বাকি অর্ধেক পূরণ করবে।

বিয়ে আপনার, দায়িত্ব আমাদের, বিয়েটা

blog-image-2
আমরা সব সময় বলি, বিয়ে আপনার আর দায়িত্ব আমাদের। কারন বিয়েটা ডট কমে বর্তমানে (১৫-০৫-২০২৩) পর্যন্ত মোট ইউজার ১ লাখ ১ হাজার ৪৬৩ জন। পাত্র ৬৯,০৩৩ জন এবং পাত্রী ২৮,১৫৬ জন। এর মধ্যে মুসলিম পাত্রী ৭৮৭৪ জন, মুসলিম পাত্র ২৬,৪৩৯ জন।  হিন্দু পাত্র ২,৬০৭ জন, হিন্দু পাত্রী ৭৩৫ জন, এছাড়া অন্যান্য ধর্মের পাত্র/পাত্রী রয়েছে। এর মধ্যে অনেকের বিয়ে গেছে, অনেকেই আগ্রহী নয় তাদের প্রোফাইল বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশসহ পৃথিবীর প্রায় ৬৬ টি দেশ থেকে আমাদের ওয়েবসাইটে বিয়ের জন্য রেজিস্ট্রেশন করেছেন। তাই দেশে এবং বিদেশে সব জায়গাতেই বিয়ের করার সহজ সুযোগ রয়েছে এই বিয়েটা ডট কম থেকে। বিয়ের জন্য রেজিস্ট্রেশন এর সময় নিজের পছন্দ এবং বায়োডাটা উল্লেখ করতে হয়। পছন্দ অনুযায়ী পাত্র-পাত্রীর প্রোফাইল দেখতে পাওয়া যায় ফ্রি ইউজার হিসাবে। ফ্রি ইউজার হিসাবে কেউ অনুরোধ পাঠালে অনুরোধ গ্রহণ বা রিজেক্ট করা যায়। কাউকে পছন্দ হলে পেইড ইউজার অর্থাৎ যেকোন প্ল্যান কিনে অনুরোধ পাঠাতে হয়। অনুরোধ  পাঠানোর পরে যদি অনুরোধ গৃহীত হয় তাহলে ফোন নাম্বার, ঠিকানা পাওয়া যায়। পরস্পরে কথা বলে, দেখা সাক্ষাৎ করে পারিবারিকভাবে বিয়ে করবেন।  আপনার এই প্রসেসের মধ্যে সাহায্য লাগলে প্রস্তুত রয়েছে বিয়েটা টিম। যেকোন একটি প্ল্যান আপগ্রেড করার পরে ইচ্ছামত বায়োডাটা দেখার  অনুরোধ পাঠাতে হবে। কারণ বায়োডাটা দেখার অনুরোধ ইচ্ছেমত পাঠানো যায়। এরপরে অপেক্ষা করতে হবে। যারা অনুরোধ গ্রহণ করবে তাদের মধ্যে যাদেরকে বেশি পছন্দ তাদেরকে যোগাযোগের অনুরোধ পাঠাবেন। সাত দিনের মধ্যে যোগাযোগের অনুরোধ গৃহীত হলে মোবাইল নাম্বার, পরিপূর্ণ ঠিকানা ও মেসেজ করার অপশন পাবেন। আর অনুরোধ সাত দিনের মধ্যে গ্রহণ না করলে অনুরোধটি ফেরত আসবে যা দিয়ে অন্য একজনকে অনুরোধ পাঠাবেন। মোবাইল নাম্বার ও পরিপূর্ণ ঠিকানা পাওয়ার পরে কথা বলবেন এবং ঠিকানায় খোঁজ খবর নিবেন। যদি কোন সন্দেহ হয় আমাদেরকে জানাবেন। আর কথা বলে ঠিকানাতে খোঁজ খবর নিয়ে উভয়ের  পছন্দ হলে পারিবারিকভাবে বিয়ে করবেন। আল-হামদুলিল্লাহ এভাবে অনেক বিয়েই সম্পাদিত হয়েছে।   বিয়েটা ডট কমের কাজ কি? বিয়েটা ডট কম থেকে আপনি বিয়ের ব্যাপারে পরিপূর্ণ সহযোগিতা পাবেন। যেমন, কারো সাথে কথাবার্তা চলাকালীন যদি প্রয়োজন মনে করেন আমরা আপনার পক্ষ হয়ে কথা বলবো। কাউকে অনুরোধ পাঠিয়েছেন অথচ উনি অনুরোধ গ্রহণ করছেন না— আমাদেরকে জানালে আমরা তাকে কল দিয়ে অনুরোধ গ্রহণ করতে বলবো। আপনার পছন্দমত পাত্রীর বায়োডাটার লিংক আপনাকে দিব এবং কথা বলে দ্রুত বিয়ের জন্য চেস্টা করবো। সবশেষ আমরা আমাদের ইউজারদেরকে যা বলি, আপনার চেষ্টার মুল্যায়ন হবেই। বিয়েটার মাধ্যমেই হোক বা অন্য কোনভাবেই হোক। আপনি যেমন বিয়ের জন্য চেস্টা করবেন তেমন পাবেন। বিয়ে আপনার জীবনের গুরুত্বপূর্ণ  বিষয়। অবহেলা করবেননা, বিনা শ্রমে ভাল কিছু সাধারণত পাওয়া যায়না। বিয়ের জন্য জীবনসঙ্গী খোঁজা কোন খরচ নয় বরং বিনিয়োগ। বিয়ের পুর্ব মুহূর্ত পর্যন্ত আমরা বিয়েটার হেল্পলাইন আপনার সাথে আছি। নিঃসংকচে আমাদেরকে কল করুন, মেসেজ দিন ও সমস্যা  জানান। আমরা আপনাকে বিয়ের ব্যাপারে সাহায্য করবো ইনশাআল্লাহ। আমাদের ওয়েবসাইটে আরো পাত্র-পাত্রীর খবর জানতে ফ্রিতে রেজিস্ট্রেশন করুন। ওয়েবসাইটঃ https://www.biyeta.com হেল্পলাইনঃ 01755690000 (WhatsApp), 01730332503